ড. ইউনূসের কারণেই পদ্মা সেতু থেকে পিছু হটে বিশ্ব ব্যাংক: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ড. ইউনূসের কারণেই পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিলো বিশ্ব ব্যাংক। কিন্তু, সরকারের ওপর মানুষের আস্থা আছে বলেই নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণকাজ চলছে। আজ রোববার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে এসব কথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সেতু নির্মাণ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। যার সাথে এদেশের কিছু মানুষও জড়িত ছিলো। কিন্তু, সব ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসের সমালোচনা করে তিনি বলেন, গরীব মানুষের কথা বলেই ফোনের লাইসেন্স নিয়েছিলেন। কিন্তু, শোষণই করেছিলেন গরীবদের।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেল সংযোগের মাধ্যমে সারা দেশের সাথে যোগাযোগের নেটওয়ার্ক বিস্তৃত হবে; এই সংযোগ পায়রা বন্দর পর্যন্ত যাবে বলে জানান তিনি। সেতুটি চালু হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে; যার সুফল পাবে দেশবাসী। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে; আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply