খাশোগি নিখোঁজে হাত থাকলে সৌদিকে কঠিন শাস্তি: ট্রাম্প

|

সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায়, সৌদি প্রশাসনের সম্পৃক্ততার প্রমাণ মিললে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প আরো বলেন, খাশোগির ভাগ্যে হয়তো খুব ভালো কিছু ঘটেনি। এ রহস্যের শেষ দেখে ছাড়বে ওয়াশিংটন। খাশোগিকে হত্যার অভিযোগ রিয়াদ অস্বীকার করলেও প্রকৃত তথ্য উদঘাটনে সৌদি বাদশাহ সালমানের সাথে কথা বলবেন বলেও জানান ট্রাম্প।

তবে শাস্তির অংশ হিসেবে রিয়াদের সাথে অস্ত্র বাণিজ্য কিংবা সামরিক চুক্তি বাতিল হবে না বলে স্পষ্ট করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেমন পদক্ষেপ নিলে অস্ত্রবাজারে ঢুকে পড়বে চীন-রাশিয়া। যা যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতির কারণ হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply