ডিজিটাল নিরাপত্তা আইনের প্রথম মামলা প্রশ্ন জালিয়াতি

|

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা দায়ের হয়েছে রাজধানীর পল্টন থানায়। মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করা হয়। আজ সকালে এ তথ্য জানান অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

তিনি আরো জানান, গতকাল রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুইটি ল্যাপটপ ও বিকাশের পিন নম্বরসহ একটি রেজিস্টার খাতা উদ্ধার করা হয়। প্রশ্ন ফাঁসকারী প্রতারণা চক্রের মূল হোতা কাউসার গাজী জানান, দীর্ঘদিন ধরে তারা ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রতারণা করে আসছিলো। এবার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে ১০টি ফেক ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে মেডিকেলের প্রশ্ন পাওয়া যাচ্ছে বলে প্রচারণা চালায় তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply