ছাত্রী উত্ত্যক্ত নিয়ে লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

|

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ছাত্রী উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ অক্টোবর) দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে ওই প্রতিষ্ঠানের ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মিরাজসহ কয়েকজন উত্ত্যক্ত করে আসছিল। বুধবার সকালে শাওন নামের অপর এক ছাত্রের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানে আসেন ওই ছাত্রী। এতে মিরাজ ক্ষিপ্ত হয়ে তার আরো ৩ সহ-পাঠিকে সঙ্গে নিয়ে শাওনের উপর হামলা চালায়। পরে শাওন আত্মরক্ষার্থে ছুরি দিয়ে তাদের প্রতিহত করে। এসময় মিরাজ, হামীম, রাকিব ছুরিকাহত হয়।

এব্যাপারে কলেজ অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ জানান, মারামারির ঘটনায় জড়িতদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply