কড়া পাহারায় আসামিদের ঢাকার আদালতে আনা হচ্ছে

|

ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের কাশিমপুর কারগার থেকে ঢাকার আদালতে আনা হচ্ছে।

কারা কর্তৃপক্ষ জানায়, কড়া পাহারায় সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর, বিএনপির নেতা আবদুস সালাম পিন্টুসহ অন্য আসামিদের নাজিমউদ্দিন রোডে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনাল অাদালতে পাঠানো হয়।

এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বেলা ১১টার পরে চাঞ্চল্যকর এই মামলার রায় দেয়ার কথা রয়েছে।

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আজ বুধবার গ্রেনেড হামলার ঘটনায় আনা পৃথক দুই মামলার রায় ঘোষণা করবেন।

প্রায় ১০ বছর বিচারিক কার্যক্রম শেষে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দীন এ রায়ের দিন ধার্য করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আনা দুই মামলায় আসামির সংখ্যা ৪৯ জন। এদের মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জঙ্গি মাওলানা তাজউদ্দিন আহমেদসহ ১৮ জন পলাতক রয়েছেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক’শ নেতা-কর্মী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply