ইলিশ ধরার অপরাধে মাদারীপুরে ২ জেলেকে আটক

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার জালসহ ২ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি পরিমান ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস অফিস সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে জেলার শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মৎস অফিস। অভিযান কালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে জেলে এসকান্দার শেখ (২৪) ও স্বপনকে (৩২) আটক করা হয়। এসময় ৬ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবচর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহজাহান মিয়া জানান, নিষিদ্ধ মৌসুমে আটককৃতরা ইলিশ মাছ ধরছিল। হাতেনাতে তাদের আটক করা হয়েছে। আটককৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply