ঘুমন্ত স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ করায় যাবজ্জীবন কারাদণ্ড

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁয় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ ও অ্যাসিড দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক একেএম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম (৩১) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২০ মে রাতে নজিপুরে শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করে শহিদুল। এতে শামীমার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় শামীমার বাবা মোকসেদুল বাদি হয়ে পর দিন পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। শহিদুল পূর্বপরিকল্পিত ভাবে শামীমার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করে তার স্বজনরা।

মামলায় আদালতে সাক্ষীদের জবানবন্দি ও উভয় পক্ষের শুনানি শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলায় সরকারী পক্ষের কৌশলী ছিলেন (পিপি) আব্দুল খালেক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply