বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য একসাথে আন্দোলনে নামবে: মওদুদ

|

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া একসাথে আন্দোলনে নামবে; শিগগিরই ঘোষণা করা হবে কর্মসূচি। এ তথ্য জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতরাতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসায় বৈঠকে অংশ নিয়ে তিনি একথা জানান।

মওদুদ বলেন, ঐক্য প্রক্রিয়াকে শক্তিশালী করতে এই বৈঠকে বসেছেন তারা। রাত ৮টা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা বৈঠক করে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুর মান্নান। এছাড়া নাগরিক ঐক্য ও বিকল্প ধারার বেশ কয়েকজন নেতা। রাত সোয়া ১২টায় বৈঠক শেষ করে বেরিয়ে যান নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply