সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলার রিভিউ খারিজ

|

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার রিভিউ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। আজ রোববার প্রধান বিচরপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানের কূটনৈতিক এলাকার ১২০ নম্বর রোডের ১৯/বি নম্বর বাসার কাছে গুলিবিদ্ধ হন খালাফ। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৪ জুন রাজধানীর দক্ষিণখান থানার গাওয়াইর এলাকা থেকে সাইফুল ইসলাম মামুন, আকবর আলী লালু ওরফে রনি ও আল আমীন নামের তিনজনকে একটি রিভলবারসহ গ্রেফতার করে পুলিশ। পরে তারা স্বীকার করে যে, ছিনতাইয়ে বাধা দেয়ার কারণে খালাফকে গুলি করে হত্যা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply