ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ

|

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ। ১৩ জন প্রার্থী লড়ছেন এবারের নির্বাচনে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রায় ১৪ কোটি ৭০ লাখ ভোটার রয়েছে দেশটিতে।

শেষ মুহূর্তের জরিপে এগিয়ে ছিলেন কট্টর ডানপন্থি প্রার্থী জেইর বলসোনারো। বিশ্লেষকদের ধারণা, ৪০ শতাংশ পর্যন্ত ভোট পাবেন তিনি। জরিপে ২৫ শতাংশ জনসমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফার্নান্দো হাদ্দাদ। তবে জনমত জরিপগুলোর আভাস, ১৩ প্রার্থীর কেউই পাবেন না একক সংখ্যাগরিষ্ঠতা। সেক্ষেত্রে দ্বিতীয় দফায় গড়াবে ভোট। তেমনটা হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফা নির্বাচন হবে ২৮ অক্টোবর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply