নিখোঁজ জেলেদের সন্ধান মিলেছে কলকাতার কারাগারে!

|

সাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ বেশ কয়েকজন জেলের সন্ধান মিলেছে। তারা কলকাতার আলিপুর সেন্ট্রাল কারাগারে আছেন বলে নিশ্চিত করেছে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। আটকদের ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা।

একদিকে নিখোঁজ স্বজনের হদিস মেলায় কিছুটা স্বস্তি অন্যদিকে ভিনদেশের কারাগারে থাকা মানুষটিকে ফিরে পাবার আকাঙ্ক্ষা নিয়ে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি কার্যালয়ে ভিড় করছেন নিকট আত্মীয়রা। হতদরিদ্র জেলে পরিবারগুলোকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করছে সমিতির নেতারা।

মাস দুইয়েক আগে ইলিশের ভরা মৌসুমে সাগরে মাছ শিকারে যায় শত শত জেলে। হঠাৎ আসা ঝড়ের তাণ্ডবে উপকূলে ফিরে আসার সময় ডুবে যায় অন্তত ৩০টি ট্রলার। নিখোঁজ থাকে ৭০ থেকে ৭২ জন জেলে। তাদের মধ্যে ১৯ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ভারতের চব্বিশ পরগনার পার্থপ্রতিম থানায় দেয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঠাঁই হয়েছে আলিপুর সেন্ট্রাল কারাগারে। নিরাপরাধ মৎস্যজীবীদের দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনদের।

মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, পার্থপ্রতিম থানা পুলিশ বাংলাদেশি জেলেদের সেদেশের কারাগারে আটক থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে সমিতির তরফে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply