পরবর্তী মন্ত্রীসভার বৈঠকে পরিপত্র বাতিলের দাবি

|

পরবর্তী মন্ত্রীসভার বৈঠকে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তে জারি করা পরিপত্র বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বিকেলে শাহবাগে মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দাবি মানা না হলে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা বলেন, সরকারি চাকরিতে পূর্বের ন্যায় ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।

এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের সিদ্ধান্ত হয় বুধবার। সেদিন থেকেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply