সেন্টমার্টিনকে মিয়ানমারের দাবি, রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

|

সেন্টমার্টিনকে নিজেদের ভূখণ্ড দাবি করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

আজ শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উ লুইন ও-কে তলব করে প্রতিবাদ জানান মেরিটাইম বিষয়ক সচিব রিয়াল এ্যাডমিরাল অব. এম খুলশিদ আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় মিয়ানমার রাষ্ট্রদূতের হাতে সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মালিকানার দাবির বিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক পত্র দেয়া হয়।

তবে এক কূটনৈতিক বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূত বিষয়টি স্বীকার করে বলেন সেন্ট মার্টিনকে তাদের অঞ্চল হিসেবে দেখানো ভুল ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply