যৌন হয়রানির অভিযোগ থেকে কাভানেকে দায়মুক্তি

|

বিতর্ক-সমালোচনার পরও, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতি পদে নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে ব্রেট কাভানে। শুক্রবার, প্রার্থীর পক্ষে-বিপক্ষে আনুষ্ঠানিক ভোট রেখেছে মার্কিন সিনেট।

বৃহস্পতিবার, তাকে যৌন হয়রানির অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছে এফবিআই। অবশ্য বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির অভিযোগ, কাভানের বিরুদ্ধে মাত্র ৫ দিনের তদন্ত যথেষ্ট নয়; প্রতিবেদনও অসম্পূর্ণ। এফবিআই’র প্রতিবেদন প্রকাশের পরই ক্ষুব্ধ মার্কিনীরা পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিল এবং সুপ্রিম কোর্ট এলাকা ঘেরাও করে। বিক্ষোভকারীদের বেশিরভাগ নারী। তারা অবস্থান ধর্মঘট শুরু করলে, পুলিশ তাতে বাধা দেয়। আটক হন জনপ্রিয় কয়েকজন মডেল, অভিনেতাসহ ৩ শতাধিক মানুষ।

নিউইয়র্কে, ট্রাম্প টাওয়ারের সামনেও আলাদা বিক্ষোভ হয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারপতি প্রার্থী হিসেবে ৫৩ বছর বয়সী ব্রেট কাভানেকে মনোনয়ন দেন ট্রাম্প। এরপরই তার বিরুদ্ধে ওঠে যৌন নির্যাতনের অভিযোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply