মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

|

ফাইল ছবি।

মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ২০১৮-১৯ সেশনে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে সারা দেশের ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেডিকেল ভর্তি পরীক্ষার কার্যক্রম দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় তিনি বলেন, আগামী বছর আরও ৫টি সরকারি মেডিকেল কলেজ চালু করা হবে। মেডিকেল কলেজগুলো হলো, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা, নীলফামারি ও চাঁদপুর মেডিকেল কলেজ।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬৫ হাজার ৯১৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। দেশে সরকারি ৩৬টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮ টি। রাজধানী ঢাকার নয়টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৭৪০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply