‘সিনহার বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাবে দুদক’

|

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া গেছে তা তদন্তে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আজ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি আরো জানান, অপরাধ করলে শাস্তির ক্ষেত্রে কারো অতীত পরিচিতি মুখ্য হিসেবে বিবেচ্য হবে না। তিনি আরও বলেন, ফারমার্স ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে চার কোটি টাকা ঋণের ব্যাপারে তদন্ত শেষ করেছে দুদক। ঋণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। সেখানে অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply