ঢাবি’র সমাবর্তনে অংশ নিচ্ছেন ২১ হাজার ১১১জন শিক্ষার্থী

|

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ৫১তম সমাবর্তন। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সমাবর্তনে অংশ নেবেন। আজ বৃহস্পতিবার সকালে সমাবর্তনের বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। সেখানে তিনি এসব কথা বলেন।

ভিসি আরো বলেন, এবার সমাবর্তনে ২১ হাজার ১১১জন শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ৯৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হবে। এছাড়া ৮১ জনকে পিএইচডি ও ২৭ জনকে দেয়া হবে এমফিল ডিগ্রি। এরপরে সমাবর্তন শীতকালে করা যায় কিনা সে বিষয়ে রাষ্ট্রপতি ভিসির সাথে আলোচনা করেছেন বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply