৩৯তম বিশেষ বিসিএসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

|

৩৯ বিশেষ বিসিএস পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট দায়ের করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

এদিকে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা। এটি শেষ হবে আগামী ২৬ নভেম্বর। ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৮ এপ্রিল।

পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেছেন।

গত ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরি প্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ এবং বহিষ্কার করা হয়েছে চাকরিপ্রত্যাশী দুই পরীক্ষার্থীকে।

এই বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। তবে এ সংখ্যা বাড়তে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply