সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার দুর্নীতি মামলার নথি দুদকে

|

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার নথি সকালে দুদকে এসেছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এতথ্য জানান।

তিনি বলেন, তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। আইনের বাইরে কিছু হবে না। এসময় এস কে সিনহার ভাই অনন্ত সিনহার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি।

এর আগে নাজমুল হুদা তার মামলায় সিনহার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন। ২৭ সেপ্টেম্বর নিজে শাহবাগ থানায় হাজির হয়ে মামলাটি করলেও তা সোমবার প্রকাশ পায়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান মামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি যুগান্তরকে বলেন, মামলাটি দুদক আইন ও তফসিলভুক্ত হওয়ায় তা দুদকে পাঠিয়ে দেয়া হয়েছে।

তবে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন- মামলার কপি পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, মামলার কপি থানা থেকে ঢাকার সিএমএম আদালতেও পাঠানো হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ৪ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply