ইন্দোনেশিয়ায় ত্রাণ সহায়তা পাঠাতে চায় বাংলাদেশ

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইন্দোনেশিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশটিতে ত্রাণ সহায়তা পাঠাতে চায় সরকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে প্রধানমন্ত্রীকে ফোন করলে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ সময় দুই নেতা মধ্যে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে ১০ মিনিট কথা হয়।

শেখ হাসিনা ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কি ধরনের সাহায্য প্রয়োজন তা জানাতে বলেছেন তিনি। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি ও ভূমিকম্পে আট শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply