গোপালগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ

|

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীন ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহনির্মাণ’ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিনামূল্যে এ সেবা দেয়ার কথা থাকলেও ভুক্তভোগীদের কাছ থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা ২০/২৫ হাজার টাকা করে নিয়েছেন। একই সঙ্গে বরাদ্দের ক্ষেত্রেও অনিয়ম করেছেন তারা। অর্থ নেয়ার কথা স্বীকার করেছেন সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের মেম্বার কামনা বিশ্বাস।

প্রধানমন্ত্রীর বিশেষ এই প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ৩৩১টি পরিবাররের নামে বিনামূল্যে ঘর বরাদ্দ করা হয়। বৌলতলী এলাকার ঝন্টু বিশ্বাস, কাঞ্চন বিশ্বাস, গিরীষ বিশ্বাস ঘর নির্মাণের জন্য জনপ্রতিনিধিদেরকে টাকা দিয়েছেন বলে জানান। তারা বলেন, শুধু এই ইউনিয়নেই নয়। খোঁজ নিলে জেলার প্রায় সব ইউনিয়নেই এমন পাওয়া যাবে।

এদিকে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, প্রধানমন্ত্রীর একটি কল্যাণমুখী প্রকল্পকে যারা কলুষিত করছে, প্রশ্নের জন্ম দিচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply