‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরকারের সব সহযোগিতা পাবেন’

|

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সরকারের পক্ষ থেকে সর ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রনালয় হলো বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যকার সেতুবন্ধন। এজন্যই তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন। তিনি জানান, এর আগেও দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিদের সঙ্গে তিনি দেখা করেছেন। তারই অংশ হিসেবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করলেন। দুজনে প্রায় এক ঘন্টা একান্তে কথা বলেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে, মন্ত্রী বলেন- এ বিষয়ে কিছু জানেন না তিনি। চিকিৎসকের পরামর্শ মতো প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন বলেও জানান আনিসুল হক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply