সাকিবের হাতে ‘সিউডোমানাস’ ব্যাকটেরিয়ার সংক্রমণ: চিকিৎসক

|

সাকিব আল-হাসানের হাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ছিল, আর তাই দ্রুত অপারেশন করা ছাড়া আর কোন উপায় ছিলো না বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক। রাজধানীর একটি হাসপাতালে গত বৃহস্পতিবার তাঁর হাতের আঙ্গুলে অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসক জানান, ‘সিউডোমানাস’ নামের ব্যাকটেরিয়ার সংক্রমণে অবস্থা এতটাই বেগতিক ছিল যে সিঙ্গাপুর নেয়ার সময় ছিল না। কারণ দ্রুত অপারেশন করা না হলে হাতের ফোলা ফেটে হাত নষ্ট হওয়ার শঙ্কা ছিলো।

আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই বাংলাদেশের ক্রিকেটার। ৩ সপ্তাহ পর তাঁর আঙ্গুলে মেজর অপারেশন করা সম্ভব হবে। অস্ট্রেলিয়ায় তাঁর চিকিৎসা করা হবে বলে প্রাথমিকভাবে ধারনা পাওয়া গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply