সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন এরশাদ

|

নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এর আগে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপি ও মেজর মো. খালেদ আখতার (অব.)।

বিকালে এরশাদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাইদুর রহমান টেপা, সৈয়দ আবদুল মান্নান, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, মাসুদ পারভেজ সোজেল রানা, সুনীল শুভ রায়, এসএম ফযসল চিশতী, নাসরিন জাহার রতনা এমপি, মীর আবদুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply