সাইবার আক্রমণের শিকার ৫ কোটি ফেসবুক ব্যবহারকারী

|

নতুন করে সাইবার আক্রমণের শিকার হয়েছে অন্তত পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারী। ফেসবুক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে এবার ‘ভিউ অ্যাজ’ ফিচার ব্যবহার করেছে হ্যাকাররা। এমনটি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

অবশ্য হাতিয়ে নেয়া তথ্যের কোনো অপব্যবহার হয়েছে কিনা, কিংবা এ হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত- সে ব্যাপারে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার প্রথম এ হ্যাকিংয়ের ব্যাপারে জানতে পারলেও বিষয়টি শুক্রবার পুলিশকে জানায় প্রযুক্তি প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা টিম।

অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও পূর্ব সতর্কতা হিসেবে, তাৎক্ষণিকভাবে নতুন করে লগ-ইন করতে বলা হয় ভুক্তভোগীসহ প্রায় নয় কোটি ব্যবহারকারীকে। এছাড়া ‘ভিউ অ্যাজ’ ফিচারটির ব্যবহারও সাময়িক স্থগিত রাখা হয়েছে।

এ খবর প্রকাশের পর শেয়ার বাজারে তিন শতাংশ দর হারিয়েছে ফেসবুক। চলতি বছরই ১০ কোটি ব্যবহারকারীর চুরি যাওয়া তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ ওঠে ফেসবুক ও পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply