‘স্বাধীন রাষ্ট্র মানে নিজ দেশের মানুষকে হত্যার স্বাধীনতা নয়’

|

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জাতিসংঘে মিয়ানমার সরকারের তীব্র সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

শুক্রবার সাধারণ পরিষদে ৭৩তম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণ দানকালে তিনি রোহিঙ্গা সংকটের জন্য সরাসরি দায়ী করেন মিয়ানমার সরকারকে। মাহাথির বলেন, স্বাধীন রাষ্ট্র মানে এই নয় যে তাদের নিজের দেশের মানুষকে হত্যার স্বাধীনতা রয়েছে।

এসময় মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সমালোচনাও করেন মাহাথির। বিশ্বের প্রবীণতম প্রধানমন্ত্রীর অভিযোগ, শান্তিতে নোবলজয়ী সু চি রোহিঙ্গাদের ওপর চলমান সেনা বর্বরতা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি। বরং এখন পুরো বিষয়টি আড়াল করতে চাইছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply