ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ২

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভূক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা- পরীক্ষার্থী হৃদয় জামান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায়। পরীক্ষা চলার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, ডিভাইস এবং শরীর চেক করার মাধ্যমে কর্তব্যরত শিক্ষকরা পরীক্ষার হল থেকে হৃদয়কে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে, সাদমানকেও আটক করা হয়।

এর অাগে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে ভর্তিচ্ছুরা পরীক্ষায় অংশ নেয়। ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে আবেদন করেছিলো ৮১ হাজার ৯৬জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply