মার্কিন স্বার্থেই ট্রাম্পের ইরানের সাথে তিক্ততা মেটানো উচিত: রুহানি

|

পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, মার্কিন স্বার্থরক্ষার জন্যই ট্রাম্প প্রশাসনের ইরানের সাথে তিক্ততা মেটানো উচিত। বুধবার পশ্চিমা গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন রুহানি।

রুহানি মনে করেন, পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর কোণঠাসা হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিশ্বনেতাদের সাথে একাধিক বৈঠকে এ বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন বলে দাবি করেন রুহানি। তিনি বলেন, ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে ভুল মনে করে চুক্তিবদ্ধ বাকি পক্ষগুলো। এ অবস্থায় তেহরানের সাথে বৈরিতা মিটিয়ে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীতিমালা মেনে পদক্ষেপ নেয়া উচিত মার্কিন প্রেসিডেন্টের। এসময় ইরান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো যুদ্ধে যেতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

যমুনা অনলাইন: এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply