আরও একবার মুশফিক-মিঠুন জুটিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

|

গোটা টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশের টপ অর্ডার ছিল ব্যর্থ। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের শুরুতেও ব্যাটিং বিপর্যয়। সেই ধারাবাহিকতায় আরও একটি ব্যর্থতার প্রদর্শনী ছিল আবুবাধি স্টেডিয়ামে। ১২ রানেই নেই ৩ উইকেট! এরপর, আরও একবার মুশফিক-মিঠুনের কার্যকর জুটি। সেঞ্চুরি পার করা জুটিতে দু’জনই তুলে নিয়েছেন অর্ধশতক। তাতে ৩২ ওভার শেষে ১৫০ রানের সংগ্রহ টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ান এ দু’জন।

ম্যাচের ২৬-তম ওভারে ক্যারিয়ারে ৩০-তম অর্ধশতক তুলে নেন মুশফিক। এজন্য খেলেন ৬৮ বল। অন্যদিকে,৩০-তম ওভারের ৪র্থ বলে টুর্নামেন্ট ও ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন মিঠুন। এজন্য, তিনি খেলেছেন ৬৬ বল।

মাঠের বাস্তবতা বিচারে মুশফিক-মিঠুন জুটিকে এক কথায় দারুণ বলতে হয়। বিশেষ করে, চাপের মধ্যেও দারুণ সব সিঙ্গেলস্, ডাবলসে স্ট্রাইক রোটেট করেছেন দু’জন। সময়ে সময়ে মুশফিক বাউন্ডারি হাঁকালেও মিথুন মূলত প্রান্ত বদলের মাধ্যমেই রানের খাতা সচল রেখেছেন। টপ অর্ডারের ব্যর্থতার পর এমন একটি জুটিরই অপেক্ষায় ছিল বাংলাদেশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply