নাটকীয়তা শেষে নেপালকে বকেয়া অর্থ পরিশোধ করলো বাফুফে

|

অবশেষে নানা নাটকীয়তার পর বঙ্গবন্ধু গোল্ডকাপের বকেয়া অর্থ পুরষ্কার বুঝে পেয়েছে নেপাল ফুটবল দল। রোববার বকেয়া ২৫ হাজার ডলার বুঝে পেয়েছে অল নেপাল ফুটবল এসোসিয়েশন-আনফা।

যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছে নেপাল ফুটবল এসোসিয়েশনের শীর্ষ কর্তারা।

বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন নেপাল। গত আসরের ৫০ হাজার ডলারের অর্থ পুরষ্কারের অর্ধেক আগেই পরিশোধ করা হলেও বাকি অর্থ নিয়ে গড়িমসি শুরু করে আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এর প্রেক্ষিতে বকেয়া থাকা ২৫ হাজার ডলার না পেলে এবারের আসরে অংশ নিতে অস্বীকৃতি জানায় নেপাল। কিন্তু বাফুফের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছিল নেপালের প্রাপ্য কোনো বকেয়া নেই।

দু’দেশের ফুটবল কর্তৃপক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে এবারের গোল্ডকাপকের আগে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে একাধিক প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন।

অবশেষে চাপের মুখে ২৩ সেপ্টেম্বর রোববার বকেয়া অর্থের পুরোটা নেপাল ফুটবল এসোসিয়েশনকে বুঝিয়ে দেয় বাফুফে। ওই তারিখে বকেয়া পরিশোধের রশিদ হাতে পেয়েছে যমুনা টেলিভিশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply