নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

|

বিশ্বে সাইবার নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তোলার তাগিদও দেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের সাইডলাইনে নিরস্ত্রীকরণ বিষয়ক দফতর ইউএনওডিএ আয়োজিত উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক এ সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দেশ নিজেদের সামরিক ও গোয়েন্দা কার্যকলাপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে চলেছে। আবার কট্টরপন্থি মতাদর্শ প্রচারে এ মাধ্যমের অপব্যবহার করছে সন্ত্রাসী আর উগ্রবাদী গোষ্ঠীগুলো। ফলে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো সাইবার হামলার নিয়মিত লক্ষ্য হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, এতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে কয়েকগুন। এ অবস্থায় তথ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply