ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

|

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির নামে হস্তান্তর দেখিয়ে আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। সকাল ১০টার দিকে দুদক কার্যালয়ে হাজির হন তারা।

ছয় কর্মকর্তা হলেন ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ম্যানেজার অপারেশন, লুৎফুল হক, ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন, অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ ও এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা।

ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৪ কোটি টাকার ঋণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে হস্তান্তর দেখিয়ে আত্মসাত ও মানি লন্ডারিং করা হয়েছে।

ধারণা করা হয়, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তবে দুদকের নথিতে তার নাম উল্লেখ করা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply