অভিবাসনবিরোধী বিল অনুমোদন দিয়েছে ইতালি

|

ইতালিতে অভিবাসনবিরোধী বিলে অনুমোদন দিয়েছে সরকার। অভিবাসীদের প্রতি কঠোর অবস্থান নিতে সোমবার দেশটির মন্ত্রীসভায় গৃহীত হয়েছে এ সিদ্ধান্ত।

বিলটিকে বলা হচ্ছে “সালভিনি আইন”। কট্টর ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি তৈরি করেন এ আইনের খসড়া। ইতালিকে জনগণের জন্য আরও নিরাপদ করাই এ আইনের লক্ষ্য বললেন তিনি।

তিনি জানালেন, মাফিয়া ও পাচারকারীদের দৌরাত্ম এবং অভিবাসী ব্যয়ের বোঝা কমানো ছাড়াও দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে সহায়ক হবে এ আইন। মানবাধিকারের বিষয়টি মাথায় রেখেই এ আইনের খসড়া তৈরি হয়েছে বলে দাবি করেন, ইতালির প্রধানমন্ত্রী গুসেপ্পে কোন্তে। নিয়ম অনুযায়ী আগামি ৬০ দিনের মধ্যে আইনে পরিণত করা হবে বিলটিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply