সুনির্দিষ্ট অভিযোগ পেলে এসকে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা: দুদক

|

আইনমন্ত্রীর কথায় নয়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা বলেন।

আজ সোমবার বিকালে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো তদন্ত হচ্ছে কিনা সে বিষয়ে এখনই গণমাধ্যমকে কিছু বলা যাবে না।

দুদক চেয়ারম্যান বলেন, কারো বিষয়ে কিছু বলতে হলে সুনির্দিষ্ট প্রমাণ লাগবে। দালিলিক প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায় না। তাই সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া হুট করে কোনো মন্তব্য করবে না দুদক। দুর্নীতি কেউ করলে আর সঠিক অভিযোগ দুদক পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply