পাকিস্তানকে পাত্তাই দিলো না ভারত

|

এশিয়া কাপের কল্যাণে পাঁচদিনের ব্যবধানে দুইবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। একপেশে প্রথম ম্যাচের পর অনেকে আশা করেছিল এবার ঘুরে দাঁড়াবে পাকিস্তান। অন্তত, লড়াই তো করবে! সে আশায় গুড়েবালি। দু’ওপেনার রোহিত আর ধাওয়ানের সেঞ্চুরিতে সরফরাজ বাহিনীকে এবার ৯ উইকেটে হারিয়েছে ভারত।
এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে তার।

দলীয় ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। কিন্তু অধিনায়ক শরফরাজ আহমেদ ও অভিজ্ঞ শোয়েব মালিকের ১০৩ রানের জুটিতে খেলায় ফেরে পাকিস্তান। শরফরাজ ৪৪ রানে আউট হলেও ব্যাক টু ব্যাক ফিফটি তুলে নেন মালিক। ৭৮ রানে তাকে থামান জাসপ্রিত বুমরাহ। পরে আসিফ আলির ৩০ রানে ভর করে ৭ উইকেটে ২৩৭ রানের পুজি পায় পাকিস্তান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বুমরাহ, চাহাল ও কুলদ্বীপ যাদব।

জবাবে শিখর ধাওয়ান আর রহিত শার্মার ২১০ রানের ওপেনিং জুটিতে ম্যাচ জয়ের দারপ্রান্তে চলে যায় ভারত। দুই ওপেনারই তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ারের ১৫-তম সেঞ্চুরি তুলে ১১৪ রানে ফেরেন ধাওয়ান। আর ক্যারিয়ারের ১৯ তম শতক তুলে নেয়া রহিত ১১১ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply