আত্মঘাতী সাকিব-মুশফিক!

|

সাকিব-মুশফিকের আত্মহননে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। গত কয়েক ম্যাচের ধারাবাহিকতায় দলীয় ১৬ রানেই ভাঙে ওপেনিং জুটি। আফতাব আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন তরুণ নাজমুল হোসেন শান্ত। আর ২ রান যোগ করেই ফিরে যান ওয়ানডাউনে নামা মিথুন। আফগান স্পিনার মুজিবুর রহমানের বল বুঝতে না পেরে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। এরপর দারুণ জুটি গড়েন লিটন-মুশফিক। তাদের ব্যাটে যখন বাংলাদেশ বড় স্কোরের স্বপ্ন দেখছিল তখনই ছন্দপতন। রশিদ খানের বলে তাড়াহুড়ো দেখাতে গিয়ে ক্যাচ তুলে দিলেন লিটন। তখনও টাইগার ভক্তরা আশা হারাননি। কারণ, মাঠে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অপর প্রান্তে আছেন দলের সেরা ব্যাটসম্যান মুশফিক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল জুটি তারা। আশায় বুক বাঁধতে ক্ষতি কী!

কিন্তু, সাকিব-মুশফিক যে আত্মহননের পথ বেছে নিলেন! দ্বিতীয় বলেই যেন তাড়াহুড়ো পেয়ে বসলো সাকিবকে। শেনওয়ারির হাতে বল দেখেও রানের জন্য দৌড় দিলেন। মাঝপথে ভুল বুঝে ফেরত যাওয়ার আগে পা হড়কালেন। ততক্ষণে সরাসরি থ্রো’তে স্ট্যাম্প ভেঙে ফেলেছেন শেনওয়ারি। এভাবে উইকেট বিলিয়ে দেয়া- মেনে নেয়াই কঠিন। ধাতস্থ হওয়ার আগেই আরও বড় ধাক্কা। এবার শর্টে নবীর হাতে বল দেখেও দৌড় দিলেন মুশফিক। স্ট্রাইকে থাকা ইমরুল সিগন্যাল দিয়েও আর জায়গা থেকে নড়লেন না। সাকিবের পর মুশফিকও এভাবে উইকেট বিলিয়ে দেয়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রশ্ন জাগতেই পারে, কীসের এত তাড়ায় ছিলেন সাকিব-মুশফিক?

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply