বাবা-মায়ের পা ধুয়ে দিলো লাখো শিক্ষার্থী

|

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

“গুরুজনে কর নতি”-এই শ্লোগান সামনে রেখে গোপালগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মা-বাবাদের পা-ধোয়া কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচীতে ১১শ’টি স্কুল-মাদ্রাসার প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশ নেয়।

আজ রোববার সকাল ১০টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় জেলা ও উপজেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, জেলার প্রায় দুই লাখ শিক্ষার্থী বাবা-মায়ের পা ধোয়ানো অনুষ্ঠানে যোগ দেয়। এতে করে শিক্ষার্থীরা তাদের গুরুজনদেরকে সম্মান করতে শিখবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, গত বছর থেকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply