রোহিঙ্গা সংকটই জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠকের মূল এজেন্ডা

|

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠকের মূল এজেন্ডা রোহিঙ্গা সংকট এবং উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ। সংস্থাটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো।

সেপ্টেম্বরের ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত বিশ্বনেতারা বসবেন সাধারণ পরিষদের বৈঠকে। যোগ দেবেন ২০০ দেশের রাষ্ট্র-সরকার প্রধানসহ, কূটনীতিক, প্রতিনিধিরা। সেখানে রোহিঙ্গা সংকটকেই মূল এজেন্ডা হিসেবে বিবেচনা করা হবে- এমন আভাস খোদ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কথায় উঠে এসেছে।

চলতি সপ্তাহেও তিনি রোহিঙ্গা নিধনযজ্ঞের সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি করার আভাস দেন। মার্কিন প্রতিনিধি নিকি হ্যালিরও দাবি, মানবতা বিরোধী এই অপরাধের শাস্তি হওয়া উচিৎ।

তাই ধারণা করা হচ্ছে, বিশ্বনেতাদের সবচেয়ে বড় আসর থেকে আসতে পারে কার্যকরী কোন ঘোষণা। একইসাথে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা হতে পারে দ্বিতীয় আলোচ্য বিষয়। থাকবে সিরিয়া সংকট মোকাবেলা, ইরানের পারমানবিক কর্মসূচির মতো বিষয়গুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply