ফিলিপাইনে ভূমিধসে প্রাণ গেছে ২১ জনের

|

ফিলিপাইনে নতুনভাবে ভূমিধসে প্রাণ গেছে অন্তত ২১ জনের। বৃহস্পতিবার ভোরে মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৪ জন।

এ দুর্ঘটনায় দুটি গ্রামের প্রায় ৩০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভূমিধসের পর মোবাইলের মেসেজের মাধ্যমে সাহায্য চায় মাটিচাপা পড়া কয়েকজন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

প্রবল বৃষ্টিপাতকেই ভূমিধসের কারণ হিসেবে দাবি করছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৫০০ পরিবারকে। গত শুক্রবার ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন মাংখুতের প্রভাবে নিহত হয় অন্তত ৮৮ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply