পুলিশের বাধায় পণ্ড নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি

|

পুলিশের বাধায় পণ্ড হয়েছে বাম দলগুলোর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে কমিশন কার্যালয়ে যাওয়ার সময়, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বাম দলের বেশকিছু নেতা-কর্মী। সংসদ বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে আজ নির্বাচন কমিশন ঘেরাও করতে যাচ্ছিল বাম গণতান্ত্রিক জোট।

প্রেসক্লাব থেকে শাহবাগ হয়ে কাওরান বাজারে আসলে বাধা দেয় পুলিশ। উপেক্ষা করে সামনে এগুতে চাইলে শুরু হয় লাঠিচার্জ। ত্রিশ মিনিট ধরে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বামদলের নেতাকর্মীদের। এসময় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কয়েকজনকে। বাধার মুখে কাওরান বাজার মোড়ে অবস্থান করে তারা। নেতারা জানান, সব বাধা উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।

পুলিশের দাবি, নির্বাচন কমিশন কার্যালের নিরাপত্তার জন্যই সরিয়ে দেয়া হয়েছে বিক্ষোভকারীদের।

ঘেরাও কর্মসূচির আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেন, বিএনপি বা আওয়ামীলীগ কারো জোটেই যাবে না তারা। তারা দাবি করেন, সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকার দেয়ার। নির্বাচনে ইভিএম বাতিলের দাবিও জানায় বাম গণতান্ত্রিক জোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply