এবার ‘ফ্রিডম অফ অক্সফোর্ড’ উপাধি হারালেন সু চি

|

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির ফ্রিডম অফ অক্সফোর্ড তকমা এবার ছিনিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলো অক্সফোর্ড সিটি কাউন্সিল।

রোহিঙ্গা সংকটে তার ব্যর্থতার কারণে মঙ্গলবার, এ সিদ্ধান্ত নেয়া হয়। মিয়ানমারের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপোসেহীন ভূমিকার কারণে ১৯৯৭ সালে ফ্রিডম অফ অক্সফোর্ড উপাধিতে ভূষিত করা হয়েছিল সুচিকে। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন সে উপাধী সু চির জন্য প্রযোজ্য নয় বলেই সিদ্ধান্ত নেয় সিটি কাউন্সিল। এর আগে, রোহিঙ্গা ইস্যুতে বিতর্কিত ভূমিকায়, অং সান সু চি’র ছবি সরিয়ে ফেলা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজের মূল ভবনের প্রবেশদ্বারে ছিল চিত্রকর্মটি। এ কলেজ থেকে ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন সু চি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply