চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র

|

চীন থেকে আমদানিকৃত ২০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেন এই ঘোষণা। এসময় তিনি হুঁশিয়ার করেন, পাল্টা জবাবে চীন কোনো উদ্যেগ নিলে আরও ২৬ হাজার কোটি ডলারের পণ্যের ওপর বসানো হবে বাণিজ্য শুল্ক।

এই যাত্রায় চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ৬ হাজার ধরণের পণ্যের ওপর পড়তে যাচ্ছে শুল্কের খড়গ। যার মাঝে অন্যতম স্যুটকেস, হ্যান্ডব্যাগ, উল, চাল, টয়লেট পেপার, কাপড় এবং হিমায়িত খাবার-ফলের মতো পণ্য। তবে, এবারের মতো ছাড় পেলো অ্যাপল ও ফিটবিটের স্মার্ট ওয়াচ, বাই-সাইকেল হেলমেট এবং বেশ কিছু প্রযুক্তি নির্ভর পণ্য।

চলতি বছর, এ নিয়ে তৃতীয়বারের মতো চীনের ওপর শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র। দু’দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি বাণিজ্যযুদ্ধ।

যমুনা অনলাইন: এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply