সরকারি চাকরির ৯ম থেকে ১৩তম গ্রেডে কোটা থাকবে না

|

কোটা সংক্রান্ত ইস্যুতে গঠিত কমিটির রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সরকারি চাকরির ৯ম থেকে ১৩ গ্রেডের নিয়োগে কোনো কোটা থাকবে না। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এসময় তিনি আরো বলেন, আগামী মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী রিপোর্টটি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি করা হবে।

মোহাম্মদ শফিউল আলম আরো জানান, মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষায় পাঠ্যবই প্রণয়নের বিধান রাখা হয়েছে এই আইনে।

যমনু অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply