বাংলাদেশি বংশোদ্ভূতদের নাগরিকত্ব দেয়ার কথা বললেন ইমরান

|

পাকিস্তানে জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূতদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তাদের দেয়া হবে পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। একই সুবিধা পাবে আফগানিস্তান বংশোদ্ভূত শরণার্থীরাও। সূত্র: দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

সরকার গঠনের পর প্রথমবারের মতো করাচি সফর গিয়ে রোববার প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেন। এসময় করাচিকে ঢেলে সাজাতে মাস্টারপ্ল্যানেরও ঘোষণা দেন তিনি।

ইমরান খান বলেন, এই মেট্রোপলিটন শহরে কয়েক লাখ অনিবন্ধিত বাংলাদেশি ও আফগান বসবাস করছেন। শহরটিতে নেই কোনো সামাজিক নিরাপত্তাব্যবস্থা। ওই সব বাংলাদেশি এবং আফগান পাননি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। এ জন্য তারা কোনো চাকরি পান না।

করাচিতে শিক্ষা ও চাকরির সুযোগ না থাকায় নিম্ন শ্রেণির মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এটি তাদের ওপর এক ধরনের জুলুম, যা বন্ধ হওয়া প্রয়োজন। এজন্য বাংলাদেশি ও আফগান অভিবাসী ও শরণার্থীদের সন্তানরা পাকিস্তানি নাগরিকত্ব ও পাসপোর্ট পাবে।

সিন্ধু মেট্রোপলিটনের রাস্তায় ব্যাপকহারে অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগও প্রকাশ করেন ইমরান খান।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply