শান্তিচুক্তি স্বাক্ষর করল ইথিওপিয়া ও ইরিত্রিয়া

|

সৌদি আরবের জেদ্দায় ঐতিহাসিক শান্তিচুক্তি সই করলো আফ্রিকার দুইদেশ ইথিওপিয়া ও ইরিত্রিয়া। রোববার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় এ চুক্তি। দু’দেশের হয়ে চুক্তিতে সই করেন ইথিপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইস আফেওয়ার্কি।

ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোট সাতটি দফা রয়েছে চুক্তিটিতে। তবে নতুন চুক্তির শর্তগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি দেশ দুটির পক্ষ থেকে। সৌদি বাদশাহ্ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আয়োজনে চুক্তি সই অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। শান্তিচুক্তির মধ্য দিয়ে হর্ন অব আফ্রিকার দেশ দুটিতে দু’দশকের সংঘাতের অবসান হল। গেল জুলাইয়ে শান্তিচুক্তির বিষয়ে ঐতিহাসিক সমঝোতা হয় দুই রাষ্ট্রপ্রধানের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply