আলোকচিত্রী শহিদুল আলমকে দেয়া ডিভিশন বহাল

|

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের ডিভিশন বহাল রেখেছেন হাইকোর্ট। আজ সোমবার সকালে ডিভিশন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন চেম্বার জজ ইমান আলী’র আদালত।

এর আগে, ৫ সেপ্টেম্বর শহিদুর আলমকে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছিলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো।

গত ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে ধানমণ্ডির বাসা থেকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। পরদিন বিকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে রমনা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply