বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে অনলাইন পিটিশন কার্যক্রম শুরু

|

কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর না থাকায় আইন শিথিলেরও তৎপরতা চালানো হচ্ছে।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কানাডার প্রধানমন্ত্রীর বরাবর অনলাইন স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফেরত আনার প্রক্রিয়া হিসেবে এই অনলাইন পিটিশন।

বঙ্গবন্ধু পলাতক ছয় খুনিকে দেশে ফিরিয়ে আনার দাবি জোরদার হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা আরেক খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতেও তৎপরতা চলছে। সেখানে তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply