তামিমের ফিরে আসা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে: মুশফিক

|

এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচকেই পাখির চোখ করেছিল বাংলাদেশ। দলের অধিনায়ক থেকে শুরু করে সবাই বলেছিলেন, এই ম্যাচ জিতেই আত্মবিশ্বাসী এক টুর্নামেন্ট খেলতে চায় টাইগাররা। কিন্তু, ব্যাটিং করতে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তারপর যা হলো সেটি ইতিহাস। বুকের ব্যাথা চেপে মুশফিকের দারুণ এক সেঞ্চুরি। মাঠ ছেড়ে হাসপাতাল ঘুরে এসে তামিমের মাঠে নেমে পড়া। এক হাতে ব্যাট করার সেই ‘এপিক’ দৃশ্য। আত্মবিশ্বাসের জন্য আর কী লাগে!

মুশফিকের কথা ধরুন। তামিম মাঠে নামার পর ব্যাটে যেন ঝড় তুললেন। শেষ পর্যন্ত থামলেন ১৪৪ রানে। তাতে একসময় ২০০ পার হতে পারবে কিনা এমন শঙ্কায় পড়া বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ২৬১ রান।

এটিকে ক্যারিয়ার সেরা ইনিংস হিসেবেই মানলেন মুশফিক। দুবাইতে সাংবাদিকদের জানালেন, কালকের ইনিংস আমার ক্যারিয়ার সেরা। তামিমকে কৃতিত্ব দিতে এতটুকু কার্পণ্য করেননি মুশফিক। বলেছেন, ম্যাচের এমন পরিস্থিতিতে তামিমের ফিরে আসা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। দলের প্রয়োজনে তামিম যা করেছে সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সামনের ম্যাচে তামিমকে আর পাওয়া যাচ্ছে না। তবে, তার থেকে পাওয়া আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply