ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রসংগঠনের নেতাদের সাথে আলোচনা

|

ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাদের সাথে আলোচনা শুরু হয়েছে। উপাচার্যের কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এ অালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

এ আলোচনা সভায় উপস্থিত রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

অন্যদিকে ছাত্রদলের প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বিশেষ ব্যবস্থাপনায় নিরাপত্তা দিয়ে আলোচনা সভাস্থলে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকারী প্রক্টর। ছাত্রদলের পক্ষে আলেচনায় এসেছেন কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী।

এছাড়াও জাসদ ছাত্রলীগ, বাসদ ছাত্রলীগ, বিসিএল, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট. ছাত্র ফেডারেশনসহ বাম সমর্থিত ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা উপস্থিত আছেন উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীসহ হল প্রাধ্যক্ষরা।

এর আগে, ১২ ও ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী স্বাক্ষরিত একটি চিঠি ছাত্র সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়।

সর্বশেষ, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের ৬ জুন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা থাকার পরও ডাকসু নির্বাচন না করায় ভিসি, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ। এরপরই ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply