দলের প্রয়োজনে এক হাতেই ব্যাট করলেন তামিম!

|

একে আসলে পেশাদারিত্ব বলা যায় না, এর নাম নিবেদন; দলের প্রতি, দেশের প্রতি ভালোবাসা। অন্যথায়, আঙ্গুলে ব্যান্ডেল নিয়ে মাঠে নামে কেউ? ব্যাথার হাত পেছনে লুকিয়ে এক হাতে করলেন ব্যাটিং! ক্যামেরার চোখ ঠিকই খুঁজে নিয়েছিল তামিমের লুকিয়ে থাকা বা’হাতকে। ঝুলে থাকা গ্লাভস। এক অংশ ফাঁড়া, সেখান দিয়ে বের হয়ে আছে ব্যান্ডেজযুক্ত আঙ্গুল।

দুবাইয়ে তামিমের এই ব্যান্ডেজ লাগানো আঙ্গুল আসলে কমিটমেন্টের সাক্ষ্য দেবে। দলীয় ২২৯ রানে মোস্তাফিজের বিদায়ে ৯ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। সবাই ধরে নিয়েছিলেন, এখানেই টাইগারদের ইনিংস শেষ!

অথচ সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিংয়ে নামেন তামিম। ম্যাচের দ্বিতীয় ওভারে যে লাকমলের বলে চোট পেয়ে মাঠ ছেড়ে যেতে হয় হাসপাতালে, সেই সুরঙ্গা লাকমলের বলই মোকাবেলা করলেন এক হাতে! তামিমকে পেয়ে মুশফিক যেন আরও তেতে উঠেন। তাতে শেষ উইকেটে আরও ৩২ যোগ করে বাংলাদেশ।

দলের প্রতি নিবেদনের নতুন এক ইতিহাসই লেখলেন তামিম ইকবাল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply